পদ্মা সেতু উদ্বোধনে মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

পদ্মা সেতু উদ্বোধনে মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে আজ। আর কিছুক্ষণ পরই সেতুটির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তিনি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছেছেন তিনি। এর আগে শনিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে হেলিকপ্টার যোগে তিনি সেখানে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি নিম্নে তুলে ধরা হলো-

মাওয়া পয়েন্টে বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।

তিনি বেলা ১১টা ২৩ মিনিটে মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেশি-বিদেশি কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠাল বাড়িতে যাবেন। সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url