আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: ওবায়দুল কাদের

 

আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: ওবায়দুল কাদের

নিজেদের টাকায় পদ্মা সেতু করে বাঙালি জাতি অপমানের প্রতিশোধ নিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে দিতে আপ্লুত হয়ে পড়েন ওবায়দুল কাদের। বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে অপমান করেছিল।

মন্ত্রী বলেন, ‘এই সেতু নির্মাণের পেছনে কারো অবদান নেই। অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।’

দেশের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আজ। উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, যা দেশীয় অর্থায়নে বড় অবকাঠামো নির্মাণে বাংলাদেশের সক্ষমতাও প্রকাশ করবে।

পদ্মা সেতু চালু হলে ফেরি পারাপারের ভোগান্তি থাকবে না দেশের উত্তর-পূর্ব প্রান্তের জেলা সিলেটের জাফলং থেকে খুলনায় যাতায়াতের ক্ষেত্রেও। এই পথের দূরত্ব প্রায় ৫৬৫ কিলোমিটার। ২০০৩ সালে ভৈরব ও আশুগঞ্জের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম সেতু চালুর পর সিলেট থেকে ঢাকায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়। শনিবার পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি পারাপারও ইতিহাসের পাতায় ঠাঁই নিতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url