পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল

 পলাশ ফুল ছবি দেখতে অসাধারন সুন্দর। শিমুল ও পলাশ ফুল একসাথে দেখতে সত্যিই খুব সুন্দর। সুন্দর সুন্দর লাল পলাশ ফুল এর ছবি দেখতে পারবেন। 

পলাশ ফুল এর ছবি
পলাশ ফুল এর ছবি

শুধু পলাশ ফুল ছবি গুলোর সাথে সাথে পলাশ ফুল কোন কালে ফোটে,সাদা পলাশ ফুল গাছ, পলাশ ফুল ফোটার সময়, পলাশ ফুল গাছের চারা ইত্যাদি সব উত্তর পেয়ে যাবেন। চলুন শুরু করি-

পলাশ ফুল ছবি

শুরু করা যাক পলাশ ফুল ছবি থেকে। HD সব পলাশ ফুলের ছবি আপনার জন্য রয়েছে। মাত্র একক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন। 

মনে রাখবেন আপনাদের জন্য রাখা এই পলাশ ফুলের ছবি গুলো ভালো কাজে ব্যবহার করার অনুরোধ রাখি। আপনাদের ফেসবুক বা ইমুতে প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়াও মোবাইল এর ওয়াল পেপার হিসাবেও ব্যবহার করা যায় পলাশ ফুল ছবি গুলো।

লাল পলাশ ফুল

পলাশ ফুল সাধারনত টকটকে লালা হয়ে থাকে। পলাশ ফুল এর কথা শুনলেই লাল রঙ ভেসে উঠে । লাল পলাশ ফুল ছাড়াও, হলুদ এবং লালচে কমলা রঙের পলাশ ফুল হয়ে থাকে।

এখানে লাল,হলুদ এবং কমলা সব ধরনের পলাশ ফুল এর ছবি পেয়ে যাবেন। ধৈর্য ধরে নিচের দিকে যেতে থাকুন পলাশ ফুল ছবি পেয়ে যাবেন।

সাদা পলাশ ফুল গাছ

সব যায়গায় সাদা পলাশ ফুল গাছ দেখা যায় না। কোন কোন সময় একটি সাদা পলাশ ফুল গাছের দাম ৪০ লাখ টাকার মত হয়ে যায়। এমনই দামি এবং দূরলভ সাদা পলাশ ফুল গাছ দেখতে পারবেন আজকের এই পোষ্ট এ।

চাইলে আপনার বন্ধুদের সাথেও সাদা পলাশ ফুলের ছবি গুলো শেয়ার করতে পারেন। আশা করি তাঁরা সবাই পছন্দ করবেন। সাদা পলাশ ফুল গাছ ছবি আপনার মোবাইল এর ওয়াল পেপার হিসাবেও ভালো মানাবে 🙂

পলাশ ফুল ফোটার সময়

সাধারনত বসন্ত কালে পলাশ ফুল ফোটে থাকে। আরও স্পস্ট করে বললে শীত এর শেষ এবং গ্রীষ্মের শুরুর মধ্যবর্তী সময় এ পলাশ ফুটে। 

বাংলায় তখন ফালগুণ – চৈত্র মাস থাকে সাধারনত। যেহেতু এখন মাঘ মাস তাই কিছু দিন পরেই পলাশ ফুল ফুটবে কেননা মাঘ এর পরেই ফালগুণ মাস। আশা করি শিগ্রই পলাশ ফুল দেখতে পারবেন।

পলাশ ফুল in english

পলাশ ফুল কে ইংরজিতে Butea monosperma (বিউটিয়া মোনোস্পারমা) বলা হয়। কথাই আছে বৃক্ষ তোর নাম কী?- ফলে পরিচয়। তেমনই ঘটেছে পলাশ ফুল গাছ এর সাথে। 

পলাশ ফুল গাছ তার ফল অর্থাৎ ফুল এর জন্যই বেশি  পরিচিত।

পলাশ ফুল গাছের চারা

অন্যান্য ফুলের মত পলাশ ফুল গাছের চারা সহজেই পাওয়া যায় না। কিন্ত আমি কিছু উপায় বলেদিচ্ছি যেন পলাশ ফুলের চারা পেতে পারেন।

পলাশ ফুল গাছের চারা পেতে এই স্টেপ গুলো ফলো করুন-

  1. প্রথমেই আশে পাশের নার্সারিতে খুঁজ নিয়ে দেখুন।
  2. নার্সারিতে না পেলে হরটিকালচার এ সন্ধান করুন। আশা করি হরটিকালচার এই পলাশ ফুল গাছের চারা পেয়ে যাবেন।
  3. সেখানে না পেলে বিভিন্ন অনলাইন সেলার দের সাথে যোগাযোগ করতে পারেন।
  4. অনলাইন নার্সারিতে যোগাযোগ করলেই আপনার চারা গাছ পেয়ে যাবেন।
  5. যদি আপনি এই পোষ্ট টি দেখছেন, এর সাথে ফেসবুকে একটু পলাশ ফুল নিয়ে সার্চ করুন। তাহলে দেখবেন আপনাকে গুগল বা ফেসবুক নিজে থেকেই পলাশ ফুলের বিজ্ঞাপন দেখাবে।
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
পলাশ ফুল এর ছবি ২০২২ : শিমুল ও পলাশ ফুল
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url